Dr. Neem on Daraz
Victory Day

মহেশখালীতে বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু


আগামী নিউজ | কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৭:৫২ পিএম
মহেশখালীতে বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বজ্রপাতে তিন লবণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (৪ এপিল) বিকেল ৪টার দিকে ঝড় ও বজ্রপাতের সময় এ মৃত্যুর ঘটনা ঘটে। এসময় ঝড়ে বিপুল পরিমাণ লবণ ও কাঁচা ঘরবাড়ি এবং সেমিপাকা বাড়ির চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতরা হলেন- মহেশখালীর হোয়ানক পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে মানিক (১৭)। অপরজন পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫)। অন্যজন বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মো. ফারুক।

হোয়ানক ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা তিনজনই লবণ শ্রমিক হিসেবে কাজ করতেন। কালবৈশাখী ঝড় শুরুর সঙ্গে সঙ্গে মাঠের লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা। এ সময় ঝড়ে ও বৃষ্টির তোড়ে মাঠে উৎপাদিত লবণ ক্ষয়ে বেশ ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণও।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম বলেন, নিহতদের পরিবারে সরকারি সহায়তা পাঠানো হবে।

আগামীনিউজ/তামিম 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে