Dr. Neem on Daraz
Victory Day

জ্বরে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আশপাশের বাড়ি লকডাউন


আগামী নিউজ | শেরপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২০, ০৮:৫৩ এএম
জ্বরে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আশপাশের বাড়ি লকডাউন

শেরপুর : জেলার নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে জ্বর এবং শ্বাসকষ্টে তিন দিন ভোগার পর রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে মারা গেছেন এক ব্যক্তি। তিনি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ জানান, ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে যোগাযোগ করা হয়েছে। নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন ও জানাজা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান বলেন, ময়মনসিংহের ভালুকা থেকে গত তিন দিন আগে ওই ব্যক্তি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে আসেন ওই ব্যক্তি। ভালুকায় তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে