Dr. Neem on Daraz
Victory Day

করোনা আতঙ্কে জেলা প্রশাসকের সতর্কবার্তা


আগামী নিউজ | চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ০৮:০০ পিএম
করোনা আতঙ্কে জেলা প্রশাসকের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সতর্কবার্তা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, বিভিন্ন পাড়া মহল্লায়, হাট-বাজারে, রেস্টুরেন্টে ও চায়ের দোকানে স্থানীয় দোকানদাররা বিভিন্ন টিভি প্রোগ্রাম, সিনেমা ও ভিডিও গেমস প্রচার করে জনসমাগম করছেন, যা ঝুঁকিপূর্ণ এবং এর ফলে স্বাস্থ্যঝুকি বাড়ছে। 

এ অবস্থায় সব চায়ের দোকানে, হোটেল রেস্তোরায় টিভি প্রোগ্রাম চালু রাখা বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হলো। যারা বিদেশ থেকে চুয়াডাঙ্গায় এসেছেন তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হলো। 

একই সতর্কবার্তায় বলা হয়, দেশে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ আছে। বিনা কারণে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
এই সতর্কবার্তা সোমবার রাতে ডিসি চুয়াডাঙ্গা ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। 

আগামীনিউজ/জামান/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে