Dr. Neem on Daraz
Victory Day

কুড়িগ্রামে ২৫৬ জন কোয়ারেন্টাইনে, ৮০জন অবমুক্তি


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ০৭:৪৩ পিএম
কুড়িগ্রামে ২৫৬ জন কোয়ারেন্টাইনে, ৮০জন অবমুক্তি

কুড়িগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫৬৯ জন প্রবাসীর মধ্যে ২৫৬ জনকে করোনাভাইরাস সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্য থেকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ এবং শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ না পাওয়ায় ৮০জনকে অবমুক্তি গোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, বিদেশ ফেরতদের করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। তবে ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক থাকতে হবে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) বলেন, ইমিগ্রেশন সূত্রে বিদেশফেরতদের একটি তালিকা পাওয়া গেছে। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আগামীনিউজ/লাভলু/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে