Dr. Neem on Daraz
Victory Day

চুয়াডাঙ্গায় ১৬৪ জন হোম কোয়ারেন্টাইনে


আগামী নিউজ | চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২২, ২০২০, ০৭:৫৮ পিএম
চুয়াডাঙ্গায় ১৬৪ জন হোম কোয়ারেন্টাইনে

চুয়াডাঙ্গায় করোনাভাইরাস সন্দেহে বিদেশফেরত ১৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনা আক্রান্ত সাব্বির আহমেদ ও তার পিতাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া করোনার কোন লক্ষন না থাকায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২১ জন ব্যক্তি। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, রবিবার (২২মার্চ) দুপুর ২টা পর্যন্ত জেলার ৪ উপজেলায় ১৬৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এরা সম্প্রতি ইতালি, সৌদি আরব, সিঙ্গাপুর, কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৩২ জন, আলমডাঙ্গায় ৫১ জন, দামুড়হুদায় ৩৬ জন ও জীবননগরে ৪৫ জন।


আগামীনিউজ/ডালিম/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে