Dr. Neem on Daraz
Victory Day

সিলেটে ২৪ ঘণ্টায় ২২৭ জন কোয়ারেন্টাইনে


আগামী নিউজ | সিলেট প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২১, ২০২০, ০৭:২৯ পিএম
সিলেটে ২৪ ঘণ্টায় ২২৭ জন কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সিলেটে ২৪ ঘন্টায় আরও ২২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনের মোট সংখ্যা এক হাজার ৪৪৪ জনে দাঁড়াল।

শনিবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, কোয়ারেন্টাইনে থাকা সবাই প্রবাসী ও তাদের স্বজন।

শুধু সিলেট জেলায় কোয়ারেন্টাইনে আছেন ৭৪৮ জন। সুনামগঞ্জ জেলায় ১৩৭ জন, হবিগঞ্জে ২১৬ জন এবং মৌলভীবাজারে ৩৪৩ জন। এদের মধ্যে দুজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে রয়েছেন।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে