Dr. Neem on Daraz
Victory Day

কুমিরের মুখ থেকে বেঁচে আসলো কিশোর


আগামী নিউজ | বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২০, ০৭:৩৪ পিএম
কুমিরের মুখ থেকে বেঁচে আসলো কিশোর

বাগেরহাটে কুমিরের মুখ থেকে বেঁচে আসলো  কিশোর শেখ রাকিব (১৫)। সোমবার (১৬ মার্চ) দুপুরে খানজাহান আলী দিঘীতে এ ঘটনা ঘটে। 

আহত রাকিব জানান, দুপুরে খানজাহান আলী দিঘীর প্রধান ঘাটের সিঁড়িতে গোসল করছিলাম। কিছু বুঝে ওঠার আগেই একটি কুমির এসে আমার ডান পা কামড়ে ধরে গভীর পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জীবন বাঁচাতে আমি কুমিরের চোখ, নাখসহ মাথায় এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করি। একপর্যায়ে কুমিরটি আমার পা ছেড়ে দেয়। আমি তাড়াতাড়ি উপরে উঠে আসি। পরে বন্ধুরা আমাকে উদ্ধার করে বাগেরেহাট সদর হাসপাতালে ভর্তি করে।

আহত রাকিব বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামের জাকিরের ছেলে। সে কে আলী দরগা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহান আতিক বলেন, কুমিরের কামড়ে তার ডান পায়ের  বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা দিয়েছি। এখন সে শঙ্কামুক্ত আছে।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে