Dr. Neem on Daraz
Victory Day

ফের মোংলায় ভারতীয় ১২ জেলে আটক


আগামী নিউজ | বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২০, ০৫:৫১ পিএম
ফের মোংলায় ভারতীয় ১২ জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করায় ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।  শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়েছে।

বিজিবি জানায়, আটকের পর দুপুরে  ট্রলারসহ তাদের মোংলায় নিয়ে আসা হয়।  এ সময় ট্রলার থেকে বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করে ৫২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। পরে ওই টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে আর্ন্তজাতিক জলসীমানা লঙ্গন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে ২০১৯ সালে ২ অক্টোবর ১টি ট্রলারসহ ১৫ জেলে, ৪ অক্টোবর ২টি ট্রলারসহ ২৩ জেলে, ১৪ অক্টোবর ১টি ট্রলারসহ ১১ জেলে, ১১ নভেম্বর ৪টি ট্রলারসহ ৪৯ জেলে, ২২ নভেম্বর ১টি ট্রলারসহ ১৪ জেলে ও ২০২০ সালের ১৮ জানুয়ারি ২টি ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা। 

আগামী নিউজ/আবু/তামিম
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে