Dr. Neem on Daraz
Victory Day

জাবির র‍্যাগ রাজা সিফাত, রানি শোভা


আগামী নিউজ | জাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০১:২৭ পিএম
জাবির র‍্যাগ রাজা সিফাত, রানি শোভা

ছবি: আগামী নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের ‘র‍্যাগ-৪২’ (শিক্ষা সমাপনী উৎসব)এর রাজা-রানি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে সিফাত আল রাব্বানী ও রানী পদে ফারহানা রহমান শোভা নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার ভোটগ্রহণ শেষে মধ্য রাতে প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে রাজা পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের সিফাত আল রাব্বানি সর্বোচ্চ ৪৮৮ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী কাওসার আহমেদ অভি পেয়েছেন ৩৬৭ ভোট।

অন্যদিকে রানী পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফারহানা রহমান শোভা সর্বোচ্চ ৫০৪ ভোট পেয়ে রানী নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দেবযানী রায় পেয়েছেন ৩৪৩ ভোট।

র‍্যাগ-৪২ এর কনভেনার ইসমাইল হোসেন জানান, র‍্যাগের মূল অনুষ্ঠান হবে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে